কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে অপহৃত দুই কৃষককে একদিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) রাত ৮টার দিকে টেকনাফের জাহাজপুরা পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম।
উদ্ধার হওয়া দুই কৃষকরা হলেন-টেকনাফের বাহারছড়া ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।
পুলিশ জানায়, রবিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর ৪জন কৃষক পানের বরজে কাজ করতে গেলে অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেস্টা চালায়।
এসময় রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুজন কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করতে পারলেও বাকি দু’জন মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন নামের আপন দুই ভাই পালিয়ে আসে। অবশ্য এসময় তাদেরকে কুপিয়ে জখম করা হয়। এরপরও তারা কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর অভিযান চালিয়ে অপহৃত দুই কৃষককে উদ্ধার করা হয়। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের সাথে কথা বলে ঘটনার সবিশেষ জানার চেষ্টা করা হবে।













