৫ নভেম্বর ২০২৫

চালু হচ্ছে চট্টগ্রাম-আগরতলা সরাসরি বিমান পরিষেবা

আগরতলা প্রতিনিধি »

বাংলাদেশ থেকে ত্রিপুরা যাতায়াতের একমাত্র ভরসা ছিল রেলপথ। তবে এবার তার সাথে নতুন করে প্রথমবারের মতো আকাশ পথে যোগ হচ্ছে বাংলাদেশ টু ত্রিপুরা বিমান পরিষেবা।

এ বছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে। পাশাপাশি সে সময়ই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হবে। এই প্রথম দু’দেশের দুই শহরের মধ্যে সরাসরি উড়ান চালু হতে চলেছে।

বন্দর নগরী চট্টগ্রামের সঙ্গে আগরতলা বিমান পরিষেবা চালু হলে লাভবান হবে দু’দেশই। ত্রিপুরার পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, খুব তাড়াতাড়ি বন্দর নগরী চট্টগ্রাম ও আগরতলা রুটে বিমান পরিষেবা চালু করা হবে। তিনি আরও জানান, স্পাইসজেট নামক একটি বেসামরিক বিমান সংস্থাকে ওই রুটে বিমান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

ত্রিপুরার পরিবহণ মন্ত্রী আরও জানান, বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম রুটে বিমান চালু হলেই আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। চট্টগ্রাম থেকে আগরতলা পর্যন্ত বিমান ভাড়া ৪ হাজার টাকা থেকে সাড়ে ৪ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হবে প্রায় ৫ হাজার ২০০ টাকা থেকে ৫ হাজার ৮০০ টাকার মধ্যে। আগরতলা বিমানবন্দরে উন্নয়নের কাজ চালানো হয়েছে। সেখানে তৈরি করা হয়েছে অত্যাধুনিক টার্মিনাল। প্রায় ১২০০ যাত্রী আগরতলা বিমানবন্দরের ওই টার্মিনালে একসাথে অবস্থান পারবেন। তিনি আরও বলেন, এই নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সাথে কথা বলছে ত্রিপুরার সরকার।

ত্রিপুরার পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, স্পাইস জেট বিমানসংস্থা এই উড়ান চালু করছে। ত্রিপুরার রাজধানী আগরতলার মহারাজ বীর বিক্রম এয়ারপোর্টটি এর ফলে আন্তর্জাতিক স্ট্যাটাস পাবে বলে জানান তিনি। প্রথম বিমানটি আগরতলা থেকে ছেড়ে যাবে বন্দর নগরী চট্টগ্রামে।

নতুন টার্মিনাল ভবনে ১২০০ যাত্রী একসঙ্গে যাতায়াত করতে পারবেন। চট্টগ্রাম থেকে আগরতলা উড়ান চালু হলে দু’দেশই উপকৃত হবে বলে মনে করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আরও জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা তার দিল্লী সফরে রাজ্যের পরিবহন সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাত করেন। মুখ্যমন্ত্রীর সেই দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিহণ সংস্থা যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়।

মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত সেই চিঠির বিভিন্ন বিষয় তুলে ধরে পরিবহনমন্ত্রী জানান, ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাত করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই দাবিটি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন সংস্থা গুরুত্বের বিবেচনা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে রাত্রিকালীন বিমান পরিষেবা চালুর দাবিটি রাজ্যবাসীর দীর্ঘদিনের।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ