৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় নকলের দায়ে মাদরাসা শিক্ষার্থী বহিষ্কার

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে নকলের অপরাধে মোহাম্মদ আবদুল্লাহ আল জাওয়াদ নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) সকালে পরীক্ষা চলকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান তাকে বহিষ্কার করেন। বহিষ্কৃত জাওয়াদ লোহাগাড়া উপজেলার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ছাত্র ও মনোয়ার আলমের পুত্র।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলমান দাখিল পরীক্ষায় আরবি ২য় পত্র পরীক্ষার দিনে আমিরাবাদ সুফিয়া মাদ্রাসা কেন্দ্রে নকল করার সময় হাতেনাতে ধরে পেলেন। এসময় ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ