৮ নভেম্বর ২০২৫

‘কলাবতী’ শাড়ির কাজ পরিদর্শনে বান্দরবানে মন্ত্রণালয়ের টিম

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরিসহ নানা ধরনের হস্তশিল্প তৈরির সংবাদ সারাদেশে সাড়া ফেলেছে। আর সেই সুতা থেকে নানান ধরনের পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির কাজ দেখতে সরেজমিনে বান্দরবানে পরিদর্শনে গেছে মন্ত্রণালয়ের একটি টিম।

শুক্রবার (৫ মে) সকালে বান্দরবান কালাঘাটায় হস্তশিল্পের কাজে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল মজুমদার।

এছাড়াও যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান, উপ-সচিব মো. ফজলে এলাহী, শাহানা সুলতানাসহ অনান্যা কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এসময় কলাগাছের সুতা, সুতা থেকে তৈরি শাড়ি এবং নানা ধরণের তৈরি হস্তশিল্প দেখে টিমটি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে বান্দরবানের নারীদের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি বেশি প্রশিক্ষণ প্রদান এবং সরকারি বিভিন্ন ঋণ সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ