নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে বিভিন্ন দলে বিভক্তি এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সাথে মজুরি সংক্রান্ত বিরোধ নিস্পত্তিকল্পে গঠিত কমিটি কোস্টার হেজ শ্রমিকদের কর্মস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে চট্টগ্রাম বন্দরে সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মস্থল পরিদর্শন করে পরিদর্শক দল, বিদ্যামান সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক খোরশেদুল হক ভূঁইয়া, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সভাপতি হাজী শফিক আহমেদ, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এম এ মুসা বাবলু চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এরশাদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সফি, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ কেরানী, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুজ্জামান জনি, জ্যেষ্ঠ সহ-সভাপতি নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কাসেম, যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম চেম্বার, সিএমপির প্রতিনিধিও এ সময় উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ন্যায্য কাজ একটি মাফিয়া সিন্ডিকেট দখল করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা এরশাদুর রহমান চৌধুরীর করা আবেদন ও রিট (মামলা নং ৭৭২৮/২০২২) এর প্রেক্ষিতে গত বছরের ২২ আগস্ট মহামান্য আদালতের নির্দেশনা প্রতিপালনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে গত বছরের ২৮ নভেম্বর তৎকালীন বিভাগীয় কমিশনারের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ার পাশাকে আহবায়ক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক খোরশেদুল হক ভূঁইয়াকে সদস্য সচিব করে গঠিত ১১ সদস্যের তদন্ত কমিটির গঠিত হয়।
সম্প্রতি কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত যোগাযোগ সম্পাদক অহিদুল আনোয়ার আরমানকে ছুরিকাঘাত করে সিন্ডিকেটের লোকজন। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের ধরতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।












