৫ নভেম্বর ২০২৫

ঘূর্ণিঝড় মোখা— মোকাবিলায় প্রস্তুত ফায়ার সার্ভিস

বাংলাধারা ডেস্ক : এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা চরম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এটির গতিবেগ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রবল বেগে ধেয়ে আসা এ ঘুর্ণিঝড়টি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৫টি ইউনিট। যে কোন পরিস্থিতি মোকাবেলা ও দ্রুততম সময়ে উদ্ধার কার্যক্রম শুরু করতে একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম সদর দপ্তর।

ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় চট্টগ্রামের সবগুলো ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা স্টেশনে যোগদান করেছেন বলেও নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম সদর দপ্তরের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি জানান, ঘুর্ণিঝড় মোখা বর্তমানে প্রচণ্ড বেড়ে ধেয়ে আসছে। সাধারণ সাইক্লোন থেকে এটি এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা চরম প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই জনগণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া ও সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ফায়ার স্টেশনে সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসা প্রদানকারী দল এবং একটি করে ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রামে ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত হাজারও ভলান্টিয়ার প্রস্তুত রয়েছেন। এছাড়া ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার জন্য ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ