২৬ ডিসেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ২, আহত ৭

সাতকানিয়া প্রতিনিধি : বান্দরবান সড়কের সুয়ালক ফরেস্ট অফিস এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার এক প্রবাসীসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায়  মাজারপাড়ার পশ্চীম ফরেস্ট অফিস এলাকায় থ্রী হুইলার ও ট্রাকের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ একই পরিবারের আহত হয়েছে আরও ৬ জন।

নিহতরা হলেন, সাতকানিয়ার ছদাহা আফজলনগর মুহুরী পাড়ার নুর হোসেনের ছেলে ওমান প্রবাসী  সাজ্জাদ হোসেন (২৬) ও তার ভাতিজি জোমাইরা খাতুন (৬)। আহতরা হলেন, ইয়াসমিন আক্তার (২৩) হামিদ হোসেন (৪০) জয়নাব বেগম (৩২) তানিশা আক্তার (৮), তানিয়া আক্তার (২২) জিন্নাত আরা (১৬ মাস) ও মাহিন্দ্রা চালক মুহাম্মদ রিদুয়ান (২৫)।

নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে সাজ্জাদ পরিবারের সদস্যদের নিয়ে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে যান। সেখান থেকে সন্ধ্যার দিকে একটি মাহিন্দ্রা নিয়ে তারা বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি কেরানিহাট বান্দরবান সড়কের সুয়ালক ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে  কেরানিহাটের আশশেফা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে সাজ্জাদের বড় ভাইয়ের মেয়ে জোমাইরা খাতুনও মারা যান।

আনোয়ার হোসেন আরো জানান, দুই মাস আগে ওমান থেকে দেশে সফরে আসে ছোট ভাই সাজ্জাদ। কিছু দিন আগে নতুন বিয়ে করে। নতুন বউসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে সবাই বান্দরবানে বেড়াতে গিয়েছিলেন।

আশশেফা হাসপাতালে জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার মুহাম্মদ ওচমান গনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদেরকে হাসপাতালে আনা হলে সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সুয়ালকে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ