৫ নভেম্বর ২০২৫

বাস চাপায় প্রাণ গেল বাইক আরোহীর

সড়ক

বাংলাধারা প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বন্দরের থানার ২ নম্বর গেট এলাকায় বাস চাপায় কামাল উদ্দীন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত কামাল উদ্দীন দক্ষিণ পতেঙ্গার মাইজপাড়ার নূর আলমের ছেলে। তিনি পতেঙ্গা থানার লালাদিয়ার চর এলাকায় কন্টেইনার টার্মিনালে ইনকন্ট্রাড হিসেবে কাজ করতেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, দুপুরে বন্দর থানার ২ নম্বর গেট এলাকায় বাস চাপায় কামাল উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। বাসের চালক পালিয়ে গেছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ