নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু চন্দনাইশ ও সাতকানিয়ার (আংশিক) পরীক্ষার্থীদের জন্য বাস সেবা দিলো চন্দনাইশ স্টুডেন্টস এসোসিয়েশন (সিএসএ)। মঙ্গলবার (১৬ মে) চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ১০ম বারের মতো ফ্রী বাস সার্ভিসের আয়োজন করে সংগঠনটি।
ফ্রি বাস সার্ভিস আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সিনিয়র সদস্য, রিহ্যাব চট্টগ্রাম রিজিওন এর চেয়ারম্যান, চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর ট্রাস্টি চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী আবদুল কৈয়ূম চৌধুরী।
তাহমিদুর রহমান মুন্নার সভাপতিত্বে ও সৈয়দ জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম এর ট্রাস্ট সেক্রেটারি জাহাঙ্গীর আলম, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের সভাপতি আবু তাহের চৌধুরী, সিএসএ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মলকুতুর রহমান মুনির, তাহের উদ্দিন, জাহেদুল ইসলাম (জাহি), উত্তম বিশ্বাস, শাহজাদা জিয়াউদ্দিন রোহান, মোহাম্মদ ইলিয়াস, নোমান বিন হাসান রেজা, সাজ্জাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ তারেব মারুফ, সাংগঠনিক সম্পাদক কায়াসুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম সাঈদ, দপ্তর ও প্রচার সম্পাদক সুরিয়া জিনাত, সহ-দপ্তর ও প্রচার সম্পাদক ইমরান, ক্রীড়া সম্পাদক জহির, সহ-মহিলা সম্পাদক আফিয়া, সিনিয়র সদস্য ফরহাদ ও সৈকত, সদস্য মফিজুল আলম ও সিফাতসহ আরো অনেকেই।













