৫ নভেম্বর ২০২৫

কাট্টলীতে ১০০ একর খাস জমি উদ্ধার

১শ একর খাস জমি উদ্ধার করলো চট্টগ্রাম জেলা প্রশাসন

বাংলাধারা প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় ১৫টি পুকুরসহ প্রায় ১০০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি উমর ফারুকের নেতৃত্বে উপকূলীয় উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে এ জমি উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক বলেন, অভিযানের মাধ্যমে দীর্ঘদিন বেহাত হয়ে যাওয়া প্রায় ১০০ একর জমি উদ্ধার করেছি। একটি চক্র সরকারি এ জায়গাটি বহুবছর ধরে অবৈধভাবে দখল করে রেখেছিল। অভিযানে প্রায় ছোট বড় ৩০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ১০টি সরকারি সাইনবোর্ড নির্দেশনাসহ টানানো হয়েছে যাতে করে অবৈধ অনুপ্রবেশ না হয়।

অবৈধভাবে কেউ এ জায়গায় প্রবেশ বা দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ