৫ নভেম্বর ২০২৫

আমেরিকা থেকে ‘আমদানির চেয়ে রপ্তানি তিনগুণ বেশি’ করে বাংলাদেশ

বাংলাধারা ডেস্ক : আমদানির চেয়ে রপ্তানি সাড়ে তিনগুণ বেশি- যুগান্তর পত্রিকার মূল শিরোনাম। এতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়ছে বেশি, আমদানি বাড়ছে কম। ফলে বাণিজ্য পরিস্থিতি বাংলাদেশে অনুকূলে থাকার প্রবণতাও বাড়ছে।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন থেকে দেখা যায়, গত অর্থবছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২৮৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে, যা দেশের মোট আমদানির ৩ দশমিক ৭ শতাংশ। একই অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭৪০ কোটি ডলারের পণ্য। এটা দেশের মোট রপ্তানি আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।

মানবজমিন তাদের শিরোনামে বলেছে, আমদানি বন্ধ করলে রপ্তানিও ঝুঁকিতে পড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের। এতে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, যারা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেবে, সেসব দেশ থেকে কোনরকম কেনাকাটা করবে না বাংলাদেশে। তিনি এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন বলে জানান।

অর্থনীতিবিদরা বলছেন, প্রধানমন্ত্রীর এমন নির্দেশের প্রভাব তাৎক্ষনিকভাবে না পড়লেও দেশের রপ্তানি পণ্যের বড় বাজার যেহেতু যুক্তরাষ্ট্র, তাই সেদেশ থেকে আমদানি বন্ধ করলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বণিক বার্তার শিরোনাম, বকেয়ার মাত্র ২০ মিলিয়ন ডলার পরিশোধ। এই খবরে বলা হয়েছে, পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের গত মার্চ পর্যন্ত কয়লার ওভারডিউ (মেয়াদোত্তীর্ণ হয়েছে এমন বিল) বকেয়া পড়েছে ২৯৮ মিলিয়ন (২৯ কোটি ৮ লাখ) ডলার। এর মধ্যে চলতি মাসে দুই কিস্তিতে পরিশোধ করা হয়েছে ২০ মিলিয়ন (২ কোটি) ডলার।

বিপুল পরিমাণ বকেয়ার বিপরীতে যা খুবই সামান্য। দীর্ঘ সময় ধরে বকেয়া এ বড় অংকের বিল এভাবে পরিশোধ করা হলে কয়লা পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।

বিদ্যুৎ পরিস্থিতি নিযে প্রথম আলোর সংবাদ শিরোনাম, রামপাল ও বৃষ্টি মিলে স্বস্তি, শঙ্কা কাটেনি পায়রার। এতে বলা হয়েছে, জ্বালানি সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে গেছ কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।

চলমান গ্যাস-সংকটের মধ্যে এটি বিদ্যুৎ উৎপাদন কিছুটা বাড়িয়েছে। দুই দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমায় বিদ্যুতের চাহিদাও কমেছে। এতে লোডশেডিং থেকে অনেকটা স্বস্তি পেয়েছেন গ্রাহকরা। তবে পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধের শঙ্কা কাটেনি এখনো।

‘BNP asks people to prepare for mass uprising’- নিউ এইজের শিরোনাম এটি। এতে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি বুধবার দলীয় সমর্থকদের গণ জাগরণের মাধ্যমে সরকার উৎখাতের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে।

‘কোন স্বৈরশাসন’ চলবে না। তাদের অপসারণ করা হবে। তাই এই সরকারকে উৎখাত করার জন্য গণজাগরনের কোন বিকল্প নেই।এর জন্য তৈরি হোন,” বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেইন।

দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেব না- যুগান্তরের শিরোনাম এটি। এই খবরে বলা হয়েছে, সিরিজ কর্মসূচির প্রথম দিনেই রাজধানীতে ব্যাপক শোডাউন করেছে ঢাকা মহানগর বিএনপি। চূড়ান্ত আন্দোলনের আগে এককভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে ফের শক্তি দেখাল দলটি।

বুধবার বিকালে উত্তর ও দক্ষিণ বিএনপির পৃথক এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না।

প্রথম আলোর শিরোনাম, সিটি ভোট বর্জন, আন্দোলন, দুটোতেই জোর বিএনপির। এই খবরটিতে বলা হচ্ছে, পাঁচ সিটির নির্বাচন বর্জন এবং জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার হটানোর আন্দোলন- দুটি বিষয় মাথায় রেখেই নতুন করে কর্মসূচিতে নেমেছে বিএনপি। দলীয় সূত্রগুলো বলছে, দুটি বিষয়কেই দলটি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

ঈদের পর গত সপ্তাহ থেতেক আবার মাঠের আন্দোলন কর্মসূচি শুরু করেছে বিএনপি। ১৩ই মে দলটি রাজধানী ঢাকায় বড় সমাবেশ করে। সেখান থেকে ঢাকাসহ সব মহানগর এবং দলের ৮১টি সাংগঠনিক জেলায় চার দিনের কর্মসূচি দেয়া হয়েছে।

ভোট ডাকাতরাই ভোটাধিকারের কথা বলছে-যুগান্তরের শিরোনাম। এতে বলা হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট চোর, ভোট ডাকাত ছিল, তারাই এখন গণতন্ত্র চায়! ভোটের অধিকারের কথা বলে! যাদের জন্মই হয়েছে অবৈধভাবে, তাদের কাছ থেকে এসব কথা শুনতে হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বুধবার গণভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।

এ নিয়ে ঢাকা ট্রিবিউনের শিরোনাম, ‘PM Hasina: Vote robbers now want democracy’ এই খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে অনিয়ম আর ভোট জালিয়াতি করা হতো, আর যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন গণতন্ত্র আর ভোটাধিকারের কথা বলছে।

করোনার সময় দরিদ্র হয়েছেন প্রায় দেড় কোটি মানুষ- দৈনিক পত্রিকা সংবাদের প্রধান শিরোনাম এটি। এই খবরটিতে বলা হচ্ছে, দেশে মোট যে সংখ্যক দরিদ্র জনগোষ্ঠী রয়েছেন, এর অর্ধেকই করোনার সময় দরিদ্র হয়েছেন। এই সংখ্যা প্রায় দেড় কোটির মতো।

তবে এই শহরের মোট দরিদ্রের ৫১ শতাংশই নতুন। পরে করোনার প্রকোপ কমে গেলেও তারা আর দারিদ্র্যসীমা থেকে বের হতে পারেননি। সরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘51pc of Dhaka’s poor are new BIDs survey finds, blames Covid fallout’ এই খবরে বলা হচ্ছে যে, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিসের এক গবেষণা অনুযায়ী, রাজধানীর ৫১ শতাংশ দরিদ্র মানুষ কোভিডের দীর্ঘায়িত প্রভাবের কারণে নতুন করে দরিদ্র হয়েছে।

দ্য ডেইলি স্টারের আরেকটি খবরের শিরোনাম, ‘Old buses, trucks to be sent to the scrap yards’ এতে বলা হচ্ছে যে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ২০ থেকে ২৫ বছর ধরে রাস্তায় চলাচলের পর সেই বাস ও ট্রাকগুলোকে সরিয়ে ফেলা হবে।

সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ গতকাল এ বিষয়ে একটি সার্কুলার প্রকাশ করেছে। এ ধরণের পদক্ষেপ বাংলাদেশে এটাই প্রথম। এ বিষয়ে গ্যাজেট প্রকাশের পরই এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

সংবাদের শিরোনাম, বেইজিং-মস্কোয় প্রভাবিত নয় যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা। এই খবরটিতে বলা হচ্ছে, রাশিয়া, চীন বা অন্য কোন দেশের সাথে সম্পর্ক বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র তার সম্প র্ক বাংলাদেশের সাথে নির্ধারণ করে না বলে বলেছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি এসিস্টেন্ট সেক্রেটারি আফরিন আখতার। ঢাকায় বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এ বিষয়ে দেশ রূপান্তরের শিরোনাম, মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চীন-রাশিয়া দিয়ে নির্ধারিত হয় না।

নিউ এইজের শিরোনাম, ‘2 more soldiers killed in ambush, Two officers injured.’ এই খবরে বলা হয়েছে, মঙ্গলবার বান্দরবান জেলায় হঠাৎ আক্রমণের শিকার হয়ে সেনাবাহিনীর দুই জন সেনা মারা গেছে এবং দুই জন কর্মকর্তা আহত হয়েছেন। নিহতের সংখ্যা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, জেলার রুমা উপজেলার পানিরছড়া এলাকার কাচে এই ঘটনা ঘটে।

এ নিয়ে সংবাদের শিরোনাম, রুমায় ‘কুকি-চিনের হামলায়’ দুই সেনা সদস্য নিহত, আহত দুই কর্মকর্তা। এতে বলা হয়, পার্বত্য জেলা বান্দরবানে ২ মাসের ব্যবধানে ফের টহলরত সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে কুকি-চিন ন্যাশনাল আর্মি-কেএনএ হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

এই ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রায় প্রতিটি পত্রিকা।

কালের কণ্ঠের শিরোনাম, রাজধানীতে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। এতে বলা হচ্ছে, রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরের কোটবাড়ী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতি মারা হেছে। বুধবার দুপুর পৌনে দুই টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে দুর্ঘটনাস্থলেই হাতিটি মারা যায়। মৃত হাতিটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

মোখার ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদের শিরোনাম, চারদিন ধরে বিদ্যুৎহীন শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিন, খাদ্য ও পানির সংকট।

এতে বলা হচ্ছে, কক্সবাজারের টেকনাফ উপজেলায় শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের ৮০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঘূর্ণিঝড় মোখার আঘাতে। এখন পর্যন্ত সরকারি সহায়তা না পৌছানোয় ক্ষতিগ্রস্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে।

দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ইমরান যেকোন সময় ফের গ্রেফতার। এই খবরে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। তাকে যে কোন সময় ফের গ্রেফতার করা হতে পারে।

তবে পাঞ্জাবের তথ্যমন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত কাউকে জামান পার্ক থেকে গ্রেফতার করা হবে না। পিটিআইয়ের প্রধান ইমরান নিজেই জানিয়েছেন, তার গ্রেফতার আসন্ন এবং ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

নয়া দিগন্তের শিরোনাম, সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর খোকন-কায়সার কাজলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা। এতে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে হাতাহতি, ধাক্কাধাক্কি, হট্টগোল ও সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় ভাঙচুর ও চুরির অভিযোগে বিএনপি সমর্থক ২৫ আইনজীবীর নাম উল্লেখ করে এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সমিতির সুপারিনটেনডেন্ট রফিকউল্লাহ বাদি হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। সূত্র : বিবিসি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ