কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী বলেছেন, ‘বিএনপি-জামায়াত লাশের রাজনীতি করে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির নামে নির্বাচন বানচাল করতে চায়, কিন্তু বাংলার জনগণ তা হতে দেবে না।’
বৃহস্পতিবার (১৮মে) দুপুরে উপজেলার ক্রশিং এলাকার এস আর স্কয়ার কমিনিউটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী যুব লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো: ওসমান হোসাইনের সভাপতিত্বে ও তারেক হাসান জুয়েল, হাসান মুরাদ সাগর ও সেকান্দর হোসেন রানার যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী,।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান তালুকদার। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ সভাপতি মো: সাইফুল ইসলাম, শফিউল আজম শেফু, মো: আবিদ হোসেন, মো: আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, কর্ণফুলী উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজিম উদ্দীন হায়দার ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক।













