চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ ৪১ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ৬ টার দিকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।
নিহত জগদীশ দাশ (৫৫) উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহত্তরখীল এলাকার শশ্রিন্দের দাশের ছেলে।
জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১ টার দিকে হযরত কাঙ্গালী শাহ মাজার সংলগ্ন কর্ণফুলী নদীতে মাছ শিকারের সময় নদীর মাঝ বরাবর গেলে বাতাস ও পানির ঘূর্ণির চক্রে পরে জেলে জগদীশ দাশ নদীতে তলিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকাল ৬ টার দিকে বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতবছর একই জায়গায় নিহত জগদীশ দাশের ছোট ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে লাশ উদ্ধার করা হয়। এদিকে জগদীশ দাশের মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ বের হচ্ছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাহেদুল রহমান জানান, আমরা জানতে পেরেছি স্থানীয় জনগণ লাশটি উদ্ধার করেছে। তাদের ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কাজ সম্পন্ন হবে।













