২৪ অক্টোবর ২০২৫

ক্রীড়া সংগঠক সেলিম আসলাম সোহেলের মৃত্যুবার্ষিকী আজ

চট্টগ্রাম : আবাহনী সমর্থক গোষ্ঠী চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মাসুক মো. সেলিম আসলাম সোহেলের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। স্ট্রোক করার পর ২০২২ সালের ২৫ মে দুপুরে ৫১ বছর বয়সে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়া জমিদার বাড়ির সন্তান মাসুক মো. সেলিম আসলাম সোহেল ছাত্রজীবন থেকেই চট্টগ্রাম আবাহনীর কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আবাহনীর দুর্দিনের কান্ডারী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আবাহনীর সাথে ছিলো তাঁর পথচলা।

আশির দশকে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মাসুক মো. সেলিম আসলাম সোহেল। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে না-ফেরার দেশে চলে যান।

আরও পড়ুন