চট্টগ্রামের বোয়ালখালীতে নূর নাহার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (২৯ মে) সকাল ৮টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল কাদেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নূর নাহার চরণদ্বীপ ইউনিয়নের আবদুল কাদেরের স্ত্রী। তাদের সংসারে ৫ মাস বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.শফিক বলেন, বোয়ালখালীর চরনদ্বীপে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, এটি আত্মহত্যা নাকি খুন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে।













