চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নোমান আল মাহমুদের সাথে মতবিনিময় করছেন বোয়ালখালী উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ। সোমবার (২৯ মে) সকালে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, বোয়ালখালী উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শফিকুল আলম, সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বকুল, জাহেদুল আলম দুলাল, সাইফুল ইসলাম পটু, সাইদুল করিম চৌধুরী, পৌর কৃষক লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক তালুকদার, মো.খোরশেদ আলম, চরণদ্বীপ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আকবর আলি চৌধুরী ও আব্দুল মাবুদ।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক সত্যেন্দ্রনাথ বড়ুয়া উপস্থিত ছিলেন।
বোয়ালখালী উপজেলার সার্বিক উন্নয়নে স্বল্প সময়ে সকলের সহযোগিতা কামনা করে এমপি নোমান আল মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।













