চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল এলাকায় একটি শিপইয়ার্ডে কাজ করার সময় আগ্নিদগ্ধ হয়ে সাহাবুদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় শিপইয়ার্ডের তৈলাক্ত বর্জ্যতে আগুন ধরে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই সাহাবুদ্দিনের মৃত্যু হয়।
মোঃ সাহাবুদ্দিন কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সুলতান আহমদ ড্রাইবারের ছেলে।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সাহাবুদ্দিন শিপইয়ার্ডে কাজ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে দ্রুত দাফনের ব্যবস্থা করেছে।













