চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও হালিশহর থানার সমন্বয়ক আব্দুল মান্নান খোকনকে নিয়ে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার (২৯ মে) বিকালে নগরীর ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকাবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়া বাজার বিশ্বরোড গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ২৫নং রামপুর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাঈনুদ্দিন শাহ খোকন, যুবলীগ নেতা সাইফুর রহমান পলাশ, মাসুদ রায়হান, নগর ছাত্রলীগ নেতা গোলাম সামদানি জনি ও ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জাবেদ রহিম মুন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিককালে ঘটা হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকৃত দোষীদের শাস্তি দাবির পাশাপাশি এ ঘটনায় আব্দুল মান্নান খোকনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার ও রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই নিন্দনীয় কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ।













