২৫ অক্টোবর ২০২৫

চোরাই গরু বিক্রি করতে গিয়ে ধরা ৩

চট্টগ্রামের লোহাগাড়ায় চোরাই গরু বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে চোরচক্রের ৩ সদস্য। পরে তাদের লোহাগাড়া থানা পুলিশে হস্তান্তর করা হয়। এ সময় দুটি গরু উদ্ধার করা হয়।

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় চোরচক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

আটককৃতরা হলো, কর্ণফুলী উপজেলার বৈরাগী ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত ফিরোজ খানের ছেলে জুলহাস খান (২৬) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে তপু রায়হান (১৯) ও আনোয়ার উপজেলার হাইলদর পীরখাই এলাকার সোলাইমানের ছেলে মনজুরুল আলম (৪৫)।

পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাংলাধারাকে জানান, আনোয়ারা থেকে গরু দুটি বিক্রি করার জন্য পদুয়ায় আনেন তারা। গরু দুটি কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়াদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে আমাকে খবর দেয়। আমি গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি।

তিনি আরও বলেন,  জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চুরির কথা স্বীকার করলে বিষয়টি থানায় অবগত করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গরুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই) মহসিন তালুকদার বাংলাধারাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। উদ্ধার করা গরুর মালিকানা যাচাই-বাছাই করে প্রকৃত মালিক পাওয়া গেলে তাদের কাছে অবিলস্বে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন