সভাপতি- সাধারণ সম্পাদকসহ রেলওয়ে শ্রমিক লীগের ৫ নেতাকে অব্যাহতির আদেশ দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। একই আদেশে আদালত আইন ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তিন মাসের মধ্যে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন—রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, কার্যকরী সভাপতি শেখ লোকমান হোসেন ও মো. ওয়ালী খান, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান আকন্দ এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র চক্রবর্তী।
রেলওয়ের চাকরি থেকে অবসর নেওয়ার পরও রেলওয়ে শ্রমিক লীগের বিভিন্ন পদ ধরে রাখায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে রেল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, হাইকোর্টের রায়ের প্রক্ষিতে ইতোমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা বিচারাধীন রয়েছে। যার মামলা নম্বর সিএমপি- ১০৪/২০২৩
তিনি আরও বলেন, নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া অব্যাহত থাকলে সাংগঠনিক কার্যক্রম সক্রিয় থাকবে এবং রেলওয়ে রাজনীতিতে নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে।













