দীর্ঘদিন পর কোনো ফাইনালে মুখোমুখী আবাহনী-মোহামেডান। তাই ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কমতি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলা মাঠে বসে উপভোগ করতে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে খেলা দেখছেন দর্শকরা।
ম্যাচ শুরুর প্রথম দিকে অসমতা দেখা গেলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে গেল দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে দুই গোল পরিশোধ করেছে মোহামেডান। দুটি গোলই করেছেন মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে।
দুই গোলে পিছিয়ে থেকে মোহামেডান দ্বিতীয়ার্ধ শুরু করেছিল। ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মোহামেডানের মালির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। প্লেসিং শটে আবাহনীর গোলরক্ষককে পরাজিত করেন৷ মিনিট চারেক পর আরেকটি দুর্দান্ত গোল করে স্টেডিয়াম জাগিয়ে তুলেন সুলেমান।
মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক পর আবাহনী আবার লীড নেয়৷ ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ম্যাচের নিয়ন্ত্রণ নেয়৷ তবে ৮৩ মিনিটে মোহামেডান আবার সমতা আনে৷ এবারও গোলদাতা সুলেমান দিয়াবাতে। বা প্রান্ত থেকে কর্ণারে দিয়াবাতে হেডে গোল করেন। ফেডারেশন কাপ ফাইনালে হ্যাটট্রিক পুর্ণ হয় মোহামেডানের অধিনায়কের।