চট্টগ্রাম নগরীর বন্দর থানার ইছাক ডিপো টোল প্লাজার বাই পাস রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অনাথ শিশুদের আশ্রয়ের নামে যৌনব্যবসার দায়ে ৫ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। এসময় ৪ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। যাদের একজনের বয়স ১৩ বছর ও বাকী ৩ জনের বয়স ১৪ বছর।
আটককৃতরা হলো— তৃতীয় লিঙ্গের শ্রাবন্তী (৩৪), শ্রাবন্তীর সহযোগী মিতু আক্তার কাজল (১৯), আমির হোসেন (৩৫), মো. জামাল (৫২) ও আব্দুল জলিল (৫৫)।
সোমবার (২৯ মে) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, অসহায়ত্ব ও আর্থসামাজিক দুরবস্থার সুযোগ নিয়ে চাকরি দেওয়া ও লালন-পালন করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে অসহায় মেয়ে শিশুদের এনে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা কন্যাশিশুদের দিয়ে যৌন ব্যবসার কথা স্বীকার করেছে। কন্যাশিশুদের আশ্রয়ের কথা বলে যৌনব্যবসা পরিচালনার কাজে মূল ভূমিকা পালন করেন তৃতীয় লিঙ্গের শ্রাবন্তি। ইছাক ডিপো টোল প্লাজা বাই পাস রোডে শ্রাবন্তীর ভাসমান টিনের ঘরে মেয়ে শিশুদের আটকে রেখে জোরপূর্বক যৌন নিপীড়ন করতো।
আটককৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি সঞ্জয় কুমার সিনহা।