কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সোমবার (৫ জুন) সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহত বশির আহমেদ (১৯) কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।
শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, ৬ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদ্রাসার ছাত্র বশিরকে গলায় ও বুকের উপরের অংশে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে জেনেছি।
পরবর্তীতে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।













