৪ নভেম্বর ২০২৫

বান্দরবানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

বান্দরবানের আলীকদমে বাড়ির আঙ্গিনায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আয়েশা ছিদ্দিকা নামে ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড আবুল কায়েম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়শা ছিদ্দিকা (৬ ) আবুল কাশেম পাড়া গ্রামের রুহুল কাদের এর মেয়ে।

তথ্যটি নিশ্চিত করেছেন চৈক্ষ্যং ইউপি সদস্য রুহুল আমিন। তিনি বলেন, বিকালে ৪ টা নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টি আর বাতাস হচ্ছিল। বাতাসের কারণে বাড়ির সামনে আম ঝরে পড়ে। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বাচ্চাটি গায়ে লেগে ঘটনাস্থলেই মারা যায়।

২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে নিহত আয়েশা ছিদ্দিকার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মোঃ সোয়াইব বলেন, বৃষ্টি কম হলে বজ্রপাতে নিহত শিশুর পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে সহায়তা করা হবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ