২৩ অক্টোবর ২০২৫

‘রপ্তানির প্রবৃদ্ধিতে লজিস্টিকস খাতে দক্ষ জনশক্তির বিকল্প নেই’

‘রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও বিশ্ব বাণিজ্যে দৃঢ় অবস্থান সৃষ্টির লক্ষ্যে লজিস্টিকস খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রপ্তানির প্রবৃদ্ধিতে লজিস্টিক খাতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। দক্ষ লজিস্টিকস খাত বাংলাদেশের রপ্তানি ২০ শতাংশ বাড়াতে পারে।’

বৃহস্পতিবার (৮ জুন) বিকালে বিজিএমইএ ভবন চট্টগ্রামে বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার এসোসিয়েশনের (বাফা) সাথে বিজিএমইএ’র মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম।

সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এ এম শফিউল করিম (খোকন), মো. হাসান (জ্যাকি), এম. এহসানুল হক, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন। বাফা’র পক্ষে সি. সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান), সহ-সভাপতি খায়রুল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর ড. মো. মামুন হাবিব, প্রফেসর ড. এম এম নুরুল আফছার, USAID-এর প্রতিনিধি শামিমা সুলতানা উপস্থিত ছিলেন।

সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি ও বিশ্ব বাণিজ্যে দৃঢ় অবস্থান সৃষ্টির লক্ষ্যে লজিস্টিকস খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রপ্তানির প্রবৃদ্ধিতে লজিস্টিক খাতে দক্ষ জনশক্তির কোন বিকল্প নেই। দক্ষ লজিস্টিকস খাত বাংলাদেশের রপ্তানি ২০ শতাংশ বাড়াতে পারে। বর্তমানে সরকার কর্তৃক সারা দেশে ১০০টি অর্থনৈতিক জোন স্থাপনসহ লজিস্টিক খাতে উন্নয়নের জন্য কর্ণফুলী টানেল নির্মাণ, বিমান বন্দর থেকে লালখানবাজার পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ, বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বে-টার্মিনাল নির্মাণ, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ, সমূদ্র পাড় ঘেষে আউটার রিং রোড নির্মাণ, চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রজেক্ট বাস্তবায়ন, মিরশ্বরাইয়ে বঙ্গবন্ধু শিল্প অঞ্চল ও আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে।’

এসব অর্থনৈতিক অঞ্চলের কারখানার পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রমের জন্য দক্ষ লজিস্টকস ব্যবস্থাপনাসহ Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের রপ্তানি খাতকে বিশ্বে আরো প্রতিযোগী করার লক্ষ্যে লজিস্টিক খাতে খরচ কমানোর লক্ষ্যে কর্মপন্থা প্রণয়নের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বাফা’র সি. সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী (মিজান) বলেন, বাংলাদেশের লজিস্টিকস খাত এখনো আন্তর্জাতিক মান থেকে অনেক পিছিয়ে রয়েছে। বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা টিকে থাকার লক্ষ্যে আমদানি-রপ্তানির প্রবৃদ্ধিতে লজিস্টিক খাতে প্রয়োজনীয় অবকাঠামো সহ দক্ষ মানব সম্পদ প্রয়োজন। দক্ষ লজিস্টিকস ব্যবস্থাপনার মাধ্যমে সিঙ্গাপুর প্রাকৃতিক সম্পদ ছাড়াই অর্থনীতিতে বিশ্বের শীর্ষস্থানে পৌঁছাতে পেরেছে। Intregrated Supply Chain Management বিষয়ে ডিপ্লোমা কোর্সটি USAID এর সহযোগিতা চালুর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞদের নিয়ে মডিউল তৈরির কাজ চলছে। মডিউলটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করার মাধ্যমে লজিস্টিকস খাতে পরিসেবা দেওয়ার জন্য যোগ্য মানবসম্পদ তৈরি করবে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এক্ষেত্রে তিনি বাংলাদেশের রপ্তানির প্রধানতম খাত তৈরি পোশাক শিল্প তথা বিজিএমইএ-সহ সংশ্লিষ্ট সকল ষ্টেক হোল্ডারদের সহযোগিতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র প্রফেসর ড. মো. মামুন হাবিব, বাফা’র সহ-সভাপতি খায়রুল আলম সুজন প্রমুখ।

আরও পড়ুন