৫ নভেম্বর ২০২৫

যাত্রীবাহী বাসে মিললো ২ কোটি টাকার হেরোইন

চট্টগ্রাম : মেহেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসে একটি কালো ব্যাগে পাওয়া গেছে দুই কেজি হেরোইন। তবে এই মাদকের বাহককে পাওয়া যায়নি।

শুক্রবার (৯ জুন) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় সুপার সনি নামক বাসে এ অভিযান চালানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম ব্যাটালিয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান চালিয়েছে।

বিজিবি-৮ চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ডে মহাসড়ক এলাকায় চট্টগ্রামমুখি বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। কালো ব্যাগের ভেতর প্যাকেটে মোড়ানো অবস্থায় দুই কেজি হেরোইন পাওয়া গেছে।

এর বাহককে শনাক্ত করার চেষ্টা চলছে। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা হতে পারে।

এর আগে শনিবার (৩ জুন) ভোর সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইন উদ্ধার করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ