বাংলাদেশের প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) নির্বাচন- ২০২২ (২০২৩-২০২৪) নির্বাচিত চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ ও সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানকে ফুল ও স্মারক দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ জুন) রাত ৮টায় নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নেতৃবৃন্দ সর্বস্তরের প্রকৌশলীদের সাথে নিয়ে আইইবি’র সামনে কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসান এবং সদ্য নির্বাচিত আইইবি ইআরসি’র এক্সিকিউটিভ মেম্বার ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রকৌশলী মাহমুদুল করিমের নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।













