২৯ অক্টোবর ২০২৫

উৎসবে চলছে কক্সবাজার পৌরসভার ভোটগ্রহণ

উৎসব মুখর পরিবেশে চলছে কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। পৌরসভার ৪৩ কেন্দ্রের ২৪৫ বুথে এবারই প্রথম ইভিএম-এ ভোটগ্রহণ চলছে।

ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ১২টি ওয়ার্ডে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেটসহ দায়িত্বে পালন করছেন ৭ প্লাটুন বিজিবি, ১২টি র‍্যাব টিম ও ৭৯০ জন পুলিশ, এমনটি জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন। আর জেলা প্রশাসনের পক্ষে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেটের সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করছেন কক্সবাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

ভোটগ্রহণ উপলক্ষে রোববার (১১ জুন) দুপুর হতে পৌরসভার প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। স্ব স্ব কেন্দ্রে চলে যান দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ও প্রিসাইডিং কর্মকর্তাগণ। এর আগে প্রতিটি কেন্দ্র ও বুথে স্থাপন করা হয় সিসি ক্যামেরা।

এদিকে, রবিবার দিনগত রাত চারটা পর্যন্ত পৌরসভার আনাচে-কানাচে সকল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ প্রশাসনের উর্ধতনরা। ভয়ভীতির উর্ধে উঠে ভোটগ্রহণ সম্পন্ন করতে দায়িত্বরত সবার প্রতি নির্দেশনা দিয়ে আসেন তারা।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ৪৩টি কেন্দ্রে ২৪৫টি বুথ (কক্ষ) রয়েছে। প্রতিটি কেন্দ্র ও বুথ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের একমাত্র লক্ষ্য। পৌর ভোটে এখানে এবারই ইভিএমে ভোট হচ্ছে। সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা কাম্য।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ১২ ওয়ার্ডে ১২ নির্বাহি ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকছে। তাদের সমন্বয় করবেন এডিএম মো. আবু সুফিয়ান। যেহেতু ইভিএমে ভোটগ্রহণ চলবে তাই প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বলা আছে নির্বাচন শেষ হলে কেন্দ্রেই যেন ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৪ হাজার ৮১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৮৫ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৬ জন। আর এবারের নির্বাচনে- ৫ মেয়র প্রার্থীসহ সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর মিলে ৭৮ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন।

মেয়রে ৫ প্রার্থী থাকলেও নৌকার প্রার্থী মাহবুবুর রহমান মাবু ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদের মাঝে মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে মনে করছেন ভোটাররা। তবে, কে হচ্ছেন পৌরসভার নতুন মেয়র তা জানতে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।

আরও পড়ুন