সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করেছে সাতকানিয়ায় থানা পুলিশ। সোমবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—সদর ইউনিয়নের বারদোনার মৃত মোঃ সোলাইমান চৌধুরীর ছেলে মোঃ জামাল উদ্দিন, চরতীর ৬নং ওয়ার্ডের সাহেদ হোসেনের ছেলে মোঃ জিয়াউল হক, পূর্ব ছদাহার আকতার কামালের স্ত্রী মমতাজ বেগম, দক্ষিণ কাঞ্চনা ৭নং ওয়ার্ডের মৃত মৃদুল চৌধুরী ছেলে শংকর চৌধুরী, জাফর ইকবাল, শাহাব উদ্দিন, মুহাম্মদ ওয়াজ উদ্দিন, নাসির উদ্দিন।
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।












