খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঞ্চল্যকর মোটরসাইকেল চালক ফারুক হোসেন হত্যামামলার প্রধান আসামী ইমরান হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে হত্যাকান্ডের ঘটনায় দুই আসামিক গ্রেফতারকে করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমরান মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকার মো. মামুন মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মূল আসামি ইমরানকে গ্রেফতার করা হয়। এর আগে মোটরসাইকেল চালক নিহত ফারুক হোসেন এর ব্যবহৃত মোটরসাইকলটি ফেনীর দাগনভূঁইয়া থেকে উদ্ধার করে পুলিশ। মূলত মোটরসাইকেল ছিনতাই করতে চালককে হত্যা করে আসামিরা।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটককৃত আসামী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিহত ফারুক হোসেনের মোটরসাইকেলটির ক্রেতা মো. আনোয়ার হোসেনের দেয়া তথ্যের সুত্র ধরেই হত্যাকান্ডের মূল ঘটনার সাথে জড়িত থাকা ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ৪ জুন রাতে নিখোঁজের চার দিন পর মাটিরাঙ্গা উপজেলার রামসিরা থেকে মোটরসাইকেল চালক ফারুক হোসেন এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ হত্যােকান্ডের রহস্য উন্সাচনে কাজ শুরু করে।













