৪ নভেম্বর ২০২৫

বঙ্গবন্ধু শিল্পনগরে মিললো স্কুলছাত্রের গলাকাটা লাশ

চট্টগ্রামের মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সুপারডাইক এলাকা থেকে আরমান হোসেন রুবেল নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার (১৭ জুন) ভোরে হাতবাঁধা অবস্থায় উদ্ধার হওয়া কঙ্কালসার মরদেহটি উদ্ধার করা হয়। একই দিন অজ্ঞাত পরিচয় আরো একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুবেল উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা গ্রামের আব্দুর রাজ্জাক বলি বাড়ির শামসুদ্দিনের ছেলে।

চট্টগ্রামের কুমিরা নৌ পুলিশ জানায়, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার নাগাদ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সাগর পাড়ের সুপারডাইক এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তা শনিবার ভোরে উদ্ধার করা হয়। এরপর মরদেহটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দাস শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বলেন, উদ্ধার হওয়া মরদেহটি ছিলো একটি কঙ্কালসার। হাত এবং গলায় কাপড় দিয়ে প্যাঁচানো ছিলো। কঙ্কাল হওয়ার দরুন মস্তক ছিলো কি না বোঝা যাচ্ছিলো না। উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মরদেহটি চমেক মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ শনাক্তের বিষয়ে নৌ পুলিশের এ কর্মকর্তা জানান, চমেক মর্গে গিয়ে পরিবারের তরফ থেকে মরদেহটি শনাক্ত করা হয়েছে বলে আমরা জেনেছি।

এদিকে উদ্ধার হওয়া মরদেহ স্কুল ছাত্র রুবেলের বলে শনাক্ত করেছেন তার বড় ভাই বেলাল হোসেন। শনিবার বিকালে চমেক মর্গে গিয়ে মরদেহটি নিজের ছোট ভাইয়ের বলে শনাক্ত করেন তিনি।

বেলাল হোসেন মুঠোফোনে জানান, সর্বশেষ গত ১১ জুন দিবাগত রাত সাড়ে ৮টার নাগাদ তার ভাই আরমান হোসেন রুবেল বাড়ির পাশের সুফিয়া বাজার এলাকায় একটি দোকানে কেরাম খেলা দেখছিলো। ওই রাতে সে আর বাড়ি ফিরেনি। তবে তার এক বন্ধু রুবেলকে ওই রাতে ফোন দিলে সে জানিয়েছিলো সে শিল্পনগর এলাকায় সাগরে মাছ ধরতে গেছে। এরপর এ ঘটনায় মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়। তবে রুবেল নামের কোন ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় কোন ধরণের ডায়েরী দায়ের করা হয়নি বলে জানিয়েছেন মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন।

এদিকে মিরসরাই থানা পুলিশের উদ্ধার হওয়া মরদেহ সম্পর্কে থানার ওসি মো. কবির হোসেন জানান, সাহেরখালী এলাকার সুপারডাইকের পাশ থেকে উদ্ধার হওয়া মরদেহটি এতটাই পঁচে গেছে যে, এটা নারী কিংবা পুরুষ তাও শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আমরা মরদেহটি ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ