২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে নারীর আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন। বুধবার (২১ জুলাই) দুপুরে ক্যাম্প পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত হামিদা বেগম (৩২) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৭ এর ডি/৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ খুইল্লা মিয়ার মেয়ে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে হামিদা গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামিদার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গত কয়েক মাসে প্রায় পাঁচজন নানা বয়সী নারী এভাবে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ক্যাম্প মাঝিরা।

আরও পড়ুন