২৪ অক্টোবর ২০২৫

বোয়ালখালীতে ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চলতি মৌসুমে আমনের আবাদ বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে ৫শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জুন) দুপুরে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুনের সভাপতিত্বে আয়োজিত এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা।

কৃষিবিদ মো. আতিক উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সূর্য কান্ত শীল।

২০২২-২৩ অর্থবছরে খরিফ ২/ আমন প্রণোদনা কর্মসূচীর আওতায় বোয়ালখালী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫শ কৃষকের প্রতিজনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এসময় উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে’সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন