চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৭টি বসতঘর ও একটি মুরগির ফার্ম। মঙ্গলবার (২০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের দীঘির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—মোহাম্মদ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরু, ছকিনা বেগম,মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ বাবুল।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, “আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ক্ষতিগ্রস্তের পরিমান ৫ লাখ টাকা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি।













