২৪ অক্টোবর ২০২৫

চবির ব্রাহ্মণবাড়িয়া জেলা এসোসিয়েশনের নেতৃত্বে সাব্বির-সৌরভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সাব্বির আহমেদকে (১৭-১৮) সভাপতি ও সৌরভ ভূইয়াকে (১৮-১৯) সাধারণ সম্পাদক করা হয়।

মঙ্গলবার (২০ জুন) রাতে সদ্য বিদায়ী সভাপতি মোঃ ইয়ানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত পেইডে ১০১ সদস্যদের কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

সাধারণ সম্পাদক সৌরভ ভূইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় উপদেষ্টামণ্ডলীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সকল ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাথীদের হাত ধরে এসংগঠন এগিয়ে যাবে। ক্যাম্পাসে এ সংগঠনটা আমাদের দ্বিতীয় পরিবার ।

আরও পড়ুন