৫ নভেম্বর ২০২৫

দুই কোটি ৪২ লক্ষ টাকায় নির্মিত হলো বোয়ালখালীর শান্তিবাজার ব্রিজ

গতি বেড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শান্তি বাজার এলাকায় ভারাম্বা খালের ওপর ব্রিজ নির্মাণ করায় গতি বেড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়। উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানা গেছে, ২ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ২৬ মিটার দীর্ঘ এ ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে ১৭ অক্টোবর। চলতি বছরের ৫ জুন ব্রিজের নির্মাণ কাজ শেষ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান লাকী এন্টারপ্রাইজ।

৫টি রাস্তার মুখ নিয়ে ব্রিজটি নির্মাণের ফলে রাঙ্গুনিয়া ও জৈষ্ঠ্যপুরা পাহাড়ে উৎপাদিত ফসল পরিবহণে ভারী গাড়ি অনায়াসে পৌঁছে যাচ্ছে বাগানে। এছাড়া পাহাড়ের সৌর্ন্দয উপভোগে ভ্রমণ পিপাসুদের যাতায়াত নিরাপদ ও সহজ করে দিয়েছে। এতে দ্রুত উন্নয়ন ঘটবে জৈষ্ঠ্যপুরা পাহাড়ি অঞ্চলে।

স্থানীয় ব্যবসায়ী আশুতোষ চৌধুরী বলেন, আগের ব্রীজটি জরাজীর্ণ হয়ে যাওয়ায় দীর্ঘদিনের দাবি ছিলো এখানে একটি নতুন ব্রীজ নির্মাণের। স্থানীয় চেয়ারম্যান আন্তরিক হওয়ায় ব্রীজটি নির্মাণ হয়েছে। এ ব্রীজ নির্মাণের ফলে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরির্বতন এসেছে ।
ব্রীজটি নির্মাণ হওয়ায় পাহাড়ে উৎপাদিত ফসল আনা নেওয়ার সহজতর হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা মো. গিয়াস উদ্দীন।

উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, আগের ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়ায় নতুন করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ব্রিজ নির্মাণ করা হয়েছে। ব্রিজটি অবকাঠামোগতভাবে মজবুত ও নান্দনিক ডিজাইনে নির্মিত।

স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, রাঙ্গুনিয়া সংসদীয় আসনের এই এলাকায় অভূতপূর্ব উন্নয়ন সাধন করে চলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ব্রিজ-কালভার্ট, সড়ক নির্মাণ ও নদী ভাঙনরোধে ব্লক স্থাপনসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন। শান্তি বাজারের ব্রিজটিও মন্ত্রীর উন্নয়ন কাজের একটি অংশ।

উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, বোয়ালখালী উপজেলার বেশ কয়েকটি ব্রিজের মধ্যে শান্তি বাজারের ব্রিজটি অন্যতম। সেটি নির্মাণে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠানের আন্তরিকতায় নির্মাণ কাজ সম্পন্ন করা গেছে। আধুনিকমানের এ ব্রিজ এলাকার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ