৫ নভেম্বর ২০২৫

চবি শাটলের ধাক্কায় প্রাণ গেলো শিশুসহ দুইজনের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী (চবি) শাটল ট্রেনের ধাক্কায় এক শিশু ও নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে নগরীর বায়েজিদ থানার কেডিএস গার্মেন্টস সংলগ্ন শীতল ঝর্ণা রেলসেতু পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।

নিহতরা হলেন— চট্টগ্রামের বাঁশখালি উপজেলার রাজিয়া বেগম (৪৫) ও তার নাতি মো. শাহীর (১২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, অক্সিজেন মোড় রেল ক্রসিং এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ট্রেন এসে অজ্ঞাত দুই ব্যক্তিকে ধাক্কা দিলে স্থানীয় পথচারীরা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চমেকে নিয়ে আসেন। চমেক জরুরি বিভাগের ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রিয়াজ সরকার বাংলাধারাকে বলেন, দুপুর প্রায় সোয়া তিনটার কিছু পরে একজন নারী ও শিশু কেডিএস গার্মেন্টস সংলগ্ন ব্রিজ পার হচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন তাদের ধাক্কা দিলে দুইজনই ছিটকে পড়েন। পরে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ