৫ নভেম্বর ২০২৫

প্রেমের বিয়ের নয় মাসের মাথায় তরুণীর মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ের নয় মাসের মাথায় কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী থেকে সাদিয়া আক্তার নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জুন) দুপুরে ছেপটখালী মনির উল্লাহর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার (১৭) উখিয়ার জালিয়াপালং ইউপির পাইন্যাশিয়া ০১নং ওয়ার্ডের আব্দুল কাদের ও  আনোয়ারা বেগমের মেয়ে।
তার স্বামী কাউছার (২০) একই ইউনিয়নের একই ওয়ার্ডের তুতুরবিলের আবুল হোছনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরে ৯ মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার কাউছারের সাথে বিয়ে হয় সাদিয়ার। দুইজনের পরিবার বিবাহের বিষয়টি মেনে না নেওয়ায় তারা ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তাদের ভেতর পারিবারিক কলহ ছিল কিনা কেউ সঠিক বলতে পারছে না। তবে, রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধারের পর সবার মাঝে আলোচনা হচ্ছে, প্রেমের বিয়ে নয় মাসেই খতম!
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি মো. শাহজাহান বলেন, রবিবার দুপুরে ছেপটখালী মনির উল্লাহর বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ