চট্টগ্রামের লোহাগাড়ায় পশুর হাটে যাওয়ার পথে সিএনজি অটোরিকশার ধাক্কায় মো. মোজ্জাম্মেল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৫ জুন) রাত ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোজাম্মেল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার মাওলানা আহমদ কবিরের ছেলে।
এর আগে, বিকাল সাড়ে ৫টার দিকে পশুর হাটে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন মোজ্জাম্মেল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মোটরসাইকেল যোগে উপজেলার পদুয়া তেওয়ারিহাটে কোরবানীর পশুর বাজারে যাচ্ছিল মোজ্জাম্মেল। এসময় পিছন থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে আরেকটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে চাপা দেয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম নগরে প্রেরণ করেন। সেখানে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান বাংলাধারাকে জানান, দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগতি করেননি। দুর্ঘটনার বিষয়টি খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান তিনি।












