৫ নভেম্বর ২০২৫

বান্দরবানে টুংটাং শব্দে মুখরিত কামারপট্টি

বান্দরবানে শেষ মুহুর্তে টুং টাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারপট্টির দোকানগুলো। দোকানের চারপাশে ছোট বড় ও মাঝারি দা বটি আর ছোরার সমাহার। কয়লার গরম চুল্লি হতে উত্তপ্ত গরম লোহাকে হাতুড়ির বাড়িতে রূপ দিচ্ছেন নানা আকৃতির ধারালো অস্ত্রে। তাই ঈদের শেষ দিনেও ব্যস্ততম সময় পার করছেন বান্দরবানের কামাররা।

এদিকে জেলা শহর বান্দরবানের দোকানগুলোতে চলছে হাঁপর টানা। পুড়ছে কয়লা—জ্বলছে লোহা। হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। তবে সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের মুখে নেই কোন উচ্ছাস নেই প্রাণ ভরা হাসি। তবুও হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো।

কামারেরা জানান, পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন । কেননা পৈতৃক ভাবেই এই ব্যবসার সাথে জড়িত ও ঐতিহ্য বলে ধরে রেখেছেন অনেকেই। তাই টুংটাং শব্দ বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। তাছাড়া ১২ মাসের মধ্যে শুধু কোরবানির ঈদের সময় ছাড়া তেমন কাজ থাকেনা। তাই এই পর্যন্ত কামারেরা সরকারী ভাবে পাননি কোন সহায়তা।

সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের ৩ নং গলিতে কামারদের দোকান রয়েছে ৪টি। এই চারটি দোকানে ঈদের শেষ দিনেও দম ফেলার ফুরসত নাই কামার শিল্পীদের। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের মাংস কাটার জন্য দা,বটি,ছুরি তৈরী কাজে ব্যস্ত শিল্পীরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতি বছরই কোরবানীর ঈদে দা, বটি, ছুরি, চাপাতিসহ লোহার বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে যাওয়ায় এ মৌসুম ঘিরে ভালো আয়-উপার্জন করে থাকেন তারা।

ক্রেতা করিম মোল্লা জানান, আগামীকাল ঈদ। তাই গরু ও ছাগল জবাই দিতে এবং মাংস কাটতে প্রয়োজন চাকু ও ছুরির। সে কারণে বাজারে এসেছি দা, বটি ও ছুরি কিনতে। তবে গতবছরে এসব জিনিসের যে দাম ছিল তার চেয়ে এবারে দাম খানিকটা বেশি।

কামার শিল্পী আনন্দ কর্মকার বলেন, বছরের এই সময়টাতেই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। বছরের এই ঈদ মৌসুমে আমাদের মূল টার্গেট থাকে। বছরের কয়েকটা দিন উপার্জন করার এই সময়ের ঘিরেই করা হয়।

আরেক শিল্পী স্বপন কর্মকার বলেন, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি। শেষ দিনেও আমরা ব্যাস্ততা সময় পাড় করছি। তাছাড়া কাঁচামালের দাম বেড়েছে আগের চেয়ে বেশি। সেই অনুযায়ী মজুরি পাওয়া যায় না।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ