৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের লোহাগাড়ায় মো. আলাউদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ লাখ ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।

মঙ্গলবার (২৭ জুন ) রাত সাড়ে ১০ টার দিকে আমিরাবাদ স্কুল রোডে যমুনা রাইস মেইলের রাস্তায় এ ঘটনা ঘটে ।

আহত ওই ব্যবসায়ীকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই এলাকার জালাল সওদাগরের ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ীর পিতা জালাল সওদাগর বাংলাধারাকে বলেন, রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে যুমনা রাইচ মিলের রাস্তায় হঠাৎ দুই ছিনতাইকারী পথরোধ করে আমার ছেলেকে ছুরিকাঘাত করে। এসময় তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বাংলাধারাকে বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে। একই সঙ্গে দুর্বৃত্তদের ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ