কক্সবাজার শহরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ধসে পড়া মাটির নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী।
নিহত ইয়াসিন আরাফাত (২২) মিয়ানমারের নাগরিক। তাদের পরিবার ক্যাম্প থেকে পালিয়ে শহরে এসে পাহাড় ঘেরা পাহাড়তলীতে ভাড়া বাসায় বাস করতেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ জাহেদ চৌধুরী বলেন, শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে মাটির নিচ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক মিলে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা রক্ষা পেলেও ইয়াসিন মাটি চাপা পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল বলেন, পাহাড় ধ্বসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












