কক্সবাজারের টেকনাফ পাহাড়ের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে টেকনাফের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) জানান, খবর পেয়ে শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে থানার পুলিশের একটি টিম হ্নীলা ইউনিয়নের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মরদেহটি পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধার যুবকের বয়স আনুমানিক (৩০) হবে বলে উল্লেখ করেন তিনি।













