চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করার ৩ দিন পেরিয়ে গেলেও মিলেনি লাশের পরিচয়।
শুক্রবার (৩০ জুন) উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পাশে বালুর মাঠ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এবিষয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলাধারাকে বলেন, শুক্রবার (৩০ জুন) ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পাশে শিকলবাহা ৫নং ওয়ার্ড এলাকা থেকে আনুমানিক ২৭ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ (কপাল, কাঁধ ও বাম চোখের) পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এতে পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায়ও নিহত হতে পারে অজ্ঞাতনামা ওই যুবক। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত সঠিক কিছু বলা যাচ্ছেনা।
তার পরনে লাল-সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবি ও কোমরে কালো রঙের সুতা দিয়ে দুটি তাবিজ এবং গলায় একইভাবে পয়সার মতো আরো একটি তাবিজ বাঁধা ছিল। কেউ তার পরিচয় জানতে পারলে কর্ণফুলী থানায় যোগাযোগ করার অনুরোধ জানান তিনি













