৬ নভেম্বর ২০২৫

মিরসরাই আ.লীগের কার্যনির্বাহী সদস্য হলেন রুবেল

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেছেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা মোজাম্মেল হোসেন রুবেল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সম্মতিক্রমে একটি পদায়ন ইস্যু করা হয়। আজ রোববার (২ জুলাই) থেকে এটি কার্যকর হবে।

২০০১ সালে মিরসরাই কলেজে পড়াকালীন সময়ে মুজিব আদর্শে সৈনিক মোজাম্মেল হোসেন রুবেল আন্দোলন সংগ্রামে অগ্রবাগের কর্মী ছিলেন। সে সময় মিঠানালা ভোরের বাজারে তিনি তৎকালীন সরকারি দল বিএনপির হামলার শিকার হনা। বারবার নির্যাতনের শিকার হয়ে মিরসরাইতে লেখাপড়া চালিয়ে যেতে রোষানলে পড়েন। সেই সময় ঢাকায় উন্নত চিকিৎসার পর সুস্থ হয়ে লেখাপড়ার পাশাপাশি পারিবারিক ব্যবসার হাল ধরেন তিনি। তিনি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির বিশ্বস্ত কর্মী হিসেবে সব সময় নেতার সান্নিধ্যে ছিলেন।

জানা গেছে, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য নুরুল আমিন ডিপটির মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির পদটি শূন্য হয়। উক্ত শূন্য পদে মিরসরাই মাটি ও মানুষের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশক্রমে ১০নং মিঠানালা ইউনিয়নস্থ মোজাম্মেল হোসেন রুবেলকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে পদায়ন করা হয়।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলতাফ হোসেন জানান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়ার সম্মতিক্রমে এই পদায়ন পত্রটি ইস্যু করা হয়। ২ জুলাই থেকে এটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, উপজেলা আওয়ামী লীগ মনে করে এ পদায়ন রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল ও সাংঠনিক ভিত্তি মজবুত করবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে আওয়ামী লীগের সাংগঠনিক নেতৃত্বকে আরো শক্তিশালী করার জন্য প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনা মোতাবেক মোজাম্মেল হোসেন রুবেলকে সদস্য পদে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বহাল রাখতে দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করতে হলে স্বাধীনতার সপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। মিঠানালা ইউনিয়ন থেকে মোজাম্মেল হোসেন রুবেলকে সদস্য পদ-পদায়নের মাধ্যমে মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ব আরও গতিশীল হবে এবং উত্তর পশ্চিমাঞ্চলে দল আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।’— বলেন জাহাঙ্গীর কবির চৌধুরী।

মোজাম্মেল হোসেন রুবেল বলেন, ‘অতীতে জামাত বিএনপি আমলে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে কর্মী হিসেবে ছাত্র রাজনীতি করেছি, নির্যাতিত হয়েছি। প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সান্নিধ্যে ছিলাম। তিনি সবই জানেন। আমাকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদে পদায়ন করায় প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং তার সুযোগ্য উত্তরসূরী মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভুঁইয়া, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও মিঠানালা ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘দলের প্রয়োজনে আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। সামনে জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় অভিভাবক যে নির্দেশনা দিবেন আমার এলাকার সকল নেতাকর্মীকে নিয়ে ঐকবদ্ধ হয়ে সে নির্দেশনা বাস্তবায়নের জন্য ঝাপিয়ে পড়বো। যতো রকম দেশি-বিদেশি ষড়যন্ত্র হোক এ নির্বাচনে আওয়ামী লীগকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার ক্ষমতায় আনতে হবে।’

উল্লেখ্য, মোজাম্মেল হোসেন রুবেল ১০নং মিঠানালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবুল কাশেমের পুত্র।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ