চট্টগ্রামের লোহাগাড়ায় নানার বাড়িতে বেড়োতে এসে বিলের ডোবার পানিতে ডুবে মো. মোস্তাকিম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নে হাছির পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু মোস্তাকিম উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ সুখছড়ী দরবার শরীফের উজির আলী পাড়ার ওমান প্রাবাসী মোহাম্মদ সোহেলের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মামুন উদ্দিন বাংলাধারকে বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, শিশু মোস্তাকিম দুই-এক দিন আগে তার মায়ের সঙ্গে আমিরাবাদ ইউনিয়নের হাছির পাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে ।
আজ সকালের দিকে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে বাড়ির পাশে বিলের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর লাশ তার বাপের বাড়িতে নিয়ে গেছে।













