৫ নভেম্বর ২০২৫

পদুয়া কম্পিউটার একাডেমির নবীনবরণ ও সনদ বিতরণ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাঙ্গুনিয়ার পদুয়া কম্পিউটার একাডেমিতে নতুন সেশনে ভর্তি প্রশিক্ষণার্থীদের নবীন বরণ ও প্রশিক্ষণ শেষে কারিগরি শিক্ষাবোর্ডেও পরিক্ষায় উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

রোববার (২ জুলাই) দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া উচ্চ বিদ্যালয় হল রুমে পদুয়া কম্পিউটার একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুরুল আজিমের সভাপতিত্বে ও সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এই নবীন বরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু জাফর।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পদুয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লেিগর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার বাদশা। বিশেষ অতিথি ছিলেন পদুয়া কলেজ গভর্ণিং বডির সভাপতি নুরুল আবছার তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার, প্যানেল চেয়ারম্যান জাহিদ হাছান তালুকদার, শিক্ষক কাজি নুরুল আবছার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাওলানা নুরুল আজিম ও রমজান আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ