২৪ অক্টোবর ২০২৫

দ্রুতগামী জিপের ধাক্কায় শিশু নিহত

চট্টগ্রামে শাহ আমানত সেতুতে দ্রুতগামী একটি জিপ গাড়ির ধাক্কায় রবিউল ইসলাম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেলে সেতুর উত্তরপ্রান্তে বশরুজ্জামান চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. ওয়াসিম বলেন, সেতু থেকে বশরুজ্জামান চত্বরে নামার সময় গাড়িটি শিশুকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় লোকজন গাড়িসহ চালককে আটক করে ফেলেন। পরবর্তীতে গাড়ি এবং চালক মো. জুলহাসকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন