২৩ অক্টোবর ২০২৫

মরিচের গুড়োয় ক্ষতিকর রঙ—মিল মালিককে জরিমানা

চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর রঙ মেশানোর দায়ে একটি মসলার মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে খাতুনগঞ্জের আলম ক্রাসিং মিল মালিককে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান। এ সময় জেলা কার্যালয়ের পরিচালক নাসরিন হক উপস্থিত ছিলেন।

এছাড়া নগরের বক্সিরবিট কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার ও কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১৪ হাজার জরিমানা করা হয়েছে।

অভিযানের বিষয়ে আনিছুর রহমান বলেন, গত ২০ জুন মরিচের গুঁড়ার ক্ষতিকর রং মেশানোর দায়ে মিলটিকে সিলগালা করা হয়েছিলো। নতুন করে মিলটি চালু করলে কোন ধরনের ভেজাল না মেশানোর শর্তে মুচলেকা নিয়ে আজ সে মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন