৫ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় খামার বাড়ি থেকে বাড়ির ফেরার সময় বন্যহাতির আক্রমণে মো. নুরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার চুনতি ও আজিজনগর সীমান্ত এলাকায় মইজ্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়রা রাত ১১টার দিকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কৃষক চুনতি নারিশ্চা এলাকার মৃত আজমত উল্লাহর পুত্র। স্থানীয় ইউপি সদস্য তৈয়ব উল্লাহ বাংলাধারাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের প্রতিবেশী ও চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন রশিদ বাংলাধারাকে জানান, পার্বত্য জেলা বান্দরবান লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বর্তমান পাড়ায় তার খামার বাড়ি রয়েছে। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় তিনি খামার বাড়ি থেকে বসতঘর ফিরছিলেন। এ সময় চুনতি ইউনিয়নের মইজ্যাতলি এলাকায় পৌঁছলে বন্যহাতি আক্রমণ করে। এরপর তিনি একটি ঝিরিতে পড়ে যায়। ঝিরির পানিতে ভেসে চাম্বি খালের পর্যটন এলাকায় চলে আসে রাত ৯ টার দিকে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বন্যহাতির আক্রমণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি ।

আজিজনগর পুলিশ ফাঁড়ি এস আই এনামুল হক বাংলাধারাকে জানান, হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছে বলে শুনেছি। তবে তার বাড়ি লোহাগাড়ায় এলাকায় পড়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ